34 C
Dhaka
April 2, 2020
জাতীয় জেলা উপজেলা

আওয়ামী লীগ ও প্রশাসন গণশত্রুতে পরিণত হয়েছে: কুমিল্লায় মির্জা ফখরুল

বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রশাসন গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ নোয়াখালী যাওয়ায় পথে কুমিল্লার ক্যান্টনমেন্টে নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।
ফখরুল বলেন, নারকীয় সন্ত্রাসের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে আবার। এ কারণে আওয়ামী লীগ ও প্রশাসন গণশত্রুতে পরিণত হয়েছে। নির্বাচনের পরেও সারাদেশে অত্যাচার ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে সরকার দলীয় লোকেরা। আমাদের একজন বোন তিনি ধর্ষিত হয়েছেন। এই সকল নৈরাজ্য প্রতিরোধ করার জন্য আমরা জনগণকে আহবান জানাচ্ছি।
নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষিত নারী পারুল বেগমকে দেখতে যাচ্ছে বিএনপি ও ঐক্যফ্রন্ট এর প্রতিনিধি দল।

এ উদ্দেশ্যে সকাল ৭টায় গুলশানের বিএনপি অফিস নোয়াখালীর উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে যাত্রা করে তারা। বিএনপির এই সফরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রয়েছেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হারুনুর রশীদ, উপদেষ্টা আতাউর রহমান ডালীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

মেলায় এসেছে “গ্রামীণে স্মুতিময় ৩৫ বছর

Staff Correspondent

রুমা উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০১৯ ১নং পাইন্দু ইউনিয়ন বিজয়ী।

Bhumihin Barta

বান্দরবানের রুমা উপজেলা বাংলাদেশ আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠান ২০১৯ইং

Bhumihin Barta