22.9 C
Dhaka
November 20, 2019
বিনোদন

ন্যান্সির সংসারে ভাঙনের পদধ্বনি

জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির সংসারে ভাঙনের পদধ্বনি শোনা যাচ্ছে। বর্তমানে ন্যান্সি স্বামী নাজিমুজ্জামানের সাথে থাকছেন না। দুই মাস ধরেই তারা আলাদা রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ন্যান্সি জানান, স্বামী নাজিমুজ্জামান জায়েদের সাথে দুই মাস ধরে থাকা হচ্ছে না। পারস্পরিক আলাপের মাধ্যমেই তারা পৃথক থাকছেন।
জানা গেছে, তাদের মধ্যে বনিবনা না হওয়ায়ই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন দু’জন মিলেই। ন্যান্সি তার বাসায় রয়েছেন।

তিনি বলেন, আমরা দুই মাস ধরে আলাদা থাকছি। অস্ট্রেলিয়া সফর থেকে দেশে আসার পর থেকেই আমরা একসাথে থাকছি না। জায়েদের বাসায় সে থাকছে আর আমার বাসায় আমি। বড় মেয়ে রোদেলা থাকছেন ন্যান্সির সাথে আর জায়েদের সাথে থাকছেন ছোট মেয়ে নায়লা।

ন্যান্সি বলেন, আমাদের মধ্যে এখনো বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে। নয়মিতই আমাদের কথা হয়। তবে আলাদা থাকার সিদ্ধান্তও আমাদের। ভবিষ্যৎ সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না।

Related Articles

টেলি সামাদ অসুস্থ,উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হয়নি।

Staff Correspondent

বান্ধবী শাবনূরকে নিয়ে শাহনূরের একটি তথ্যচিত্র নির্মাণ

Staff Correspondent

রোহিঙ্গা শিশুদের সঙ্গে খেললেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী

Staff Correspondent