32.3 C
Dhaka
July 23, 2019
সারাদেশ

বরগুনায় আগুনে ভস্মিভূত বসতি ঘরসহ গবাদী পশু

বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের দক্ষিন খেজুরতলা এলাকায় একটি ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘরের মালিক ওই এলাকার মোঃ সজিব খাঁন পিতা জাফর খাঁন নামে এক ব্যাক্তির।

প্রত্যক্ষদর্শীরা জানায় রাত আনুমানিক সাড়ে আটটার দিকে হঠাৎ আগুন ও ধোয়া দেখতে পায় এলাকাবাসী। কিছু বুঝে উঠার আগেই আগুন ছড়িয়ে পরে এবং নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। জাফর খা্ঁন ও তার পরিবারের সদস্যরা ঘর থেকে নিরাপদে বেড় হতে পারলেও পুরো ঘরখান, রান্না ঘর ও গবাদিপশুসহ গোয়াল ঘরটিও মূহুর্তের মধ্যে আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস বরগুনা স্টেশনের স্টেশন অফিসার মোঃ ইলিয়াস জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে এবং পুরোপুড়ি ভাবে আগুন নেভাতে সক্ষম হয়। যোগাযোগ ব্যাবস্থা খারাপ খাকায় পৌছাতে একটু বিলম্ব হয়েছে। আগুনের উৎপত্তি রান্না ঘর অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে। তবে নিশ্চিত করে বলতে সময় লাগবে।
ক্ষতিগ্রস্থ জাফর খাঁন একজন এ্যাডভোকেট ক্লার্ক । তিনি তাতক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান যানাতে সক্ষম হননি।

Related Articles

নৌকায় ভোট দিলে উন্নত জীবন ও রাষ্ট্র পাওয়া যায় : শফিকুর রহমান

Staff Correspondent

ফরিদগঞ্জে ৩টি ঔষধের দোকানে তালা ভেঙ্গে চুরি

Staff Correspondent

ফরিদগঞ্জে বিএনপির প্রার্থী লায়ন হারুনের বাড়িতে হামলা ভাংচুর

Staff Correspondent