মানবতার হাক-ডাক
গাজী মাজহারুল ইসলাম
ভূমিহীন জনতা আসছে ধেয়ে
ওদের অধিকার ক্যান কাইড়্যা নিস
যত মোটা-বেটে- লম্বুজী
ওদের অধিকার এখন ছাইড়্যা দিস।
নইলে সত্যি সত্যি আজ
অসংখ্য গণমানুষের বহুবাদী হুঙ্কারে
মান -সম্মান, বিত্ত-বৈভব হারাবে
উদাস মানুষের শাণিত তলোয়ারে।
অবৈধ কুক্ষিগত অসম ক্ষমতার হাত
নষ্ট চিন্তা বিশৃঙ্খলে পূর্ণ নিত্য সমাজ
বিকৃত আবাসনের খন্ড-বিখন্ড তল
বজ্রের মত করবে অহংবাদীর সম্মুখে লুটতরাজ।
পথের ধারে অশ্রু ভেজা
শোকে ভরা উথাল-পাতাল নদী
জীবন গাঁথা সবার আছে জানা
ভূমিহীনদের দু’চোখেই এই নদীটা বহে যে
নিরবধি।
আমরা যারা বিত্তশালী
তারাই আগে একটু বাড়াই হাত
কালো টাকা সাদা করার উম্মাতালী
নিক না ভূমিহীন একটু হাসির সাধ।