29 C
dhaka
রবিবার, ১২ই জুলাই, ২০২০ ইং | ২৮শে আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ | দুপুর ১:২৪
ভূমিহীন বার্তা

বান্দরবানের  থানছি  সড়কের জীবননগর এলাকায় চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চরশত ফুট গভীর খাদে পড়ে ২জন নিহত. ও ৪ জন আহত হয়েছেন।

ডেভিড সাহা বান্দরবান জেলা প্রতিনিধিঃ
রোববার সন্ধ্যা ৬টার দিকে ভরতপাড়ার কাছে সিমেন্ট বোঝাই একটি চাঁদের গাড়ি বান্দরবান থেকে থানছি যাওয়ার পথে  নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সন্তোষ চাকমা (৩৯) ও নির্মাণ শ্রমিক মোহাম্মদ কালাম (২৪)। আহতদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।
আহতদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তার নাম মোহাম্মদ খালেক সদাগর (৪৫)। ঘটনার পর বলিপাড়া বিজিবি ব্যাটালিয়নের সদস্য ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।
বলিপাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জিয়া অং মারমা জানান, বান্দরবান থেকে সিমেন্ট বোঝাই করে একটি চাঁদের গাড়ি বলিপাড়া হয়ে থানছি যাওয়ার পথে জীবননগরের কাছে ভরতপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ৩শ ফুট গভীর খাদে পড়ে যায়। গাড়িটি ভেঙে চুরমার হয়ে গেছে। ঘটনাস্থলেই গাড়িতে থাকা নির্মাণ শ্রমিক মোহাম্মদ কালাম ও কাপ্রু পাড়ার মুদি দোকানদার সন্তোষ চাকমা নিহত হযন। আহত হয় গাড়ি চালকসহ চারজন।
ঘটনার খবর পেয়ে বিজেপি সদস্য ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন...

নানা আয়োজনের মধ্যদিয়ে বান্দরবানে রুমা উপজেলা পালিত হয়েছে জাতীয় শোক দিবস।

অনলাইন ডেস্ক. ভূমিহীন বার্তা

ভূমিহীনদের অনশন কর্মসূচীবগুড়ার শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ভূমিহীনদের অনশন কর্মসূচী

অনলাইন ডেস্ক. ভূমিহীন বার্তা

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে এক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নিহত।

অনলাইন ডেস্ক. ভূমিহীন বার্তা