28 C
dhaka
শনিবার, ৮ই মে, ২০২১ ইং | ২৫শে বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | সকাল ৯:৪৭
ভূমিহীন বার্তা

দলীয় প্রতীকের কারণে রক্তাক্ত পাবনার বেড়া উপজেলা

গতকাল ১৪ নভেম্বর ২০২০ শনিবার সন্ধ্যা ৬ টায় দলীয় প্রতীকের কারণে সংঘর্ষে  রক্তাক্ত হয়েছে পাবনা জেলার বেড়া উপজেলা। এসময় দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অনেকে গুরুতর আহত হন।

এসময় অনেকে জনগণ মাননীয় প্রধানমন্রীর কাছে আবেদন করেন, আপনার দেওয়া নোমিনেশনের ফলাফল যদি এই হয় তা হলে এ দেশে কি ভাবে মানুষ রাজনীতি করবে। দলের ভিতর যদি এমন টা হয় তা হলে দল চলবে কি ভাবে। দল থেকে সন্রাসী বের করুন নইলে দেশ কারবালা হবে।

তারা এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও দোষিদের বিচারের আওতায়র আনার জোর দাবী জানান।

আরও পড়ুন...

দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮৮

অনলাইন ডেস্ক ভূমিহীন বার্তা

ধুনটের ভূমিহীনদের বাসস্থান ও কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক ভূমিহীন বার্তা

স্থানীয় সরকার ইউপি নির্বাচন নির্দলীয় প্রতীকে করার দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক ভূমিহীন বার্তা